ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বগুড়ার শিবগঞ্জের শিয়া মসজিদে গুলি করে হত্যা মামলার ৯ আসামি খালাস

কোর্ট রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে গুলি করে মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনকে (৬৮) হত্যা ও মুসল্লিদের আহত করার মামলার রায়ে ৯ আসামিকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এই মামলার রায় দেন।

মামলার রায়ে খালাসপ্রাপ্তরা হলেন-এমদাদুল হক, আব্দুল বাছেদ, আব্দুল হামিদ ওরফে হামিদুল, ইয়াছিন, আব্দুল মোমিন মন্ডল, খাদেমুল ইসলাম ওরফে বাদশা, আজাদ প্রাং, রাজিবুল ওরফে রজিবুল ইসলাম বাদল ও আজাদুল কবিরাজ।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৬ নভেম্বর এশার নামাজের সময় দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামের হরিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মসজিদ-ই- আল মোস্তফার (শিয়া মসজিদের) ভিতরে গুলি করে। এতে ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন গুলিবিদ্ধ হয়ে মেঝেতে পড়ে যান এবং মসজিদেন ইমাম শাহীনুর ও মুসাল্ল আবু তাহের আহত হন। গুরুতর আহত মোয়জ্জেম হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে চককানু গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে সোনা মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে শিবগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান ওই আসামিদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে