জয়পুুরহাটের পাঁচবিবিতে দেয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে মাটির দেওয়াল চাপা পড়ে বাবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ওই গ্রামের মৃত মালির ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে বাবুল নতুন ইটের বাড়ি করার জন্য তার ব্যবহৃত পুরাতন মাটির ঘরের দেওয়াল ভাঙ্গার কাজ করছিল।
আরও পড়ুনএ সময় অসাবধানতাবশত দেওয়ালের মাটির নিচে চাপা পড়েন তিনি। তৎক্ষণাৎ সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন