ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বগুড়ার শেরপুরে দুই আ’লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে দুই আ’লীগ নেতা গ্রেফতার। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। তাদেরকে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের মৃত গোলাম রহমান খানের ছেলে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ওরফে আইয়ুব খান (৫৭) ও খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি দহপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আইয়ুব খানকে ও গাড়ীদহ ইউপি’র ফুলবাড়ী বাজার থেকে রাত পৌণে ১টায় রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুমতি পেলে আমিরাত থেকে দিল্লি যাবেন মুস্তাফিজ

ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা

ছয় গোলের ম্যাচেও জয়হীন মায়ামি

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকতে চান জবি আন্দোলনকারীরা

রিয়ালের জয়ে শিরোপা অপেক্ষা বার্সা’র

সারাদেশে বৃষ্টির আভাস