ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ব্যতিক্রমী প্রচারণা করে আলোচনায় ‘চিচিং ফাঁক’

ব্যতিক্রমী প্রচারণা করে আলোচনায় ‘চিচিং ফাঁক’ , ছবি: সংগৃহীত

বিনোদনডেস্ক: টালিউডে আসছে  ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানার ছবি ‘চিচিং ফাঁক’। আরব্য লোককথার গল্প আলিবাবার আবহে সিনেমাটি নির্মাণ করছেন ওপার বাংলার পরিচালক অরিজিৎ সরকার। আর এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।কিন্তু এই ছবির কাস্টিংয়ে নাকি প্রিয়াঙ্কা সরকারকে না জানিয়েই নাম বসিয়ে দেন পরিচালক! এমন খবর সংবাদপত্র থেকে চোখে পড়ে নায়িকার। আর তা দেখেই পরিচালকের অফিসে এমন গুরুতর অভিযোগ জানাতে ছুটে যান অভিনেত্রী। তারপরই ঘটে মহাবিপত্তি!

অভিযোগ জানাতে যাবে, এমন সময়ে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা দেখেন দরজা লক করা। অর্থাৎ, ‘আটক’ করা হয়েছে তাকে! এরপরই পরিচালকের ওপর চড়াও হন অভিনেত্রী।সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কার এমন ভিডিও দেখে শুরুতে চিন্তায় পড়ে যায় অনুরাগীরা। তবে ভিডিওর শেষে বেরিয়ে আসে আসল ঘটনা। 

আরও পড়ুন

আসলে, প্রিয়াঙ্কার নতুন ছবি ‘চিচিং ফাঁক’-এর প্রচার কৌশলী মাত্র।ছবির গল্পের সূত্রে, একটি ছেলে এবং মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে।

উদ্দেশ্য, নিজেদের মতো করে বাঁচা। এরপর অজানা বিপদের হাতছানি, শুরু হয় এক অদ্ভুত সফর! কিন্তু সেখানে আরব্য রজনি তথা আলিবাবার সেই কাহিনির সঙ্গে সিনেমার গল্পের যোগসূত্র কতটা, তার চমক এখনই ভাঙতে নারাজ পরিচালক।উল্লেখ্য, অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া সেই ছেলের সঙ্গে মেয়েটির চরিত্রে থাকতে পারেন প্রিয়াঙ্কা। গুহার মধ্যে আটকে গেলে অবশ্যই ‘চিচিং ফাঁক’ বলেই চিৎকার শোনা যাবে তার মুখ থেকে, সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২