রামগঞ্জে চাঁদাবাজির মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার সামনে থেকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ছাত্র-জনতা নাজমুল কবীর শিশির নামের ওই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তার শিশির রামগঞ্জ পৌরসভার মধ্য আঙ্গারপাড়া পাটোয়ারী বাড়ির মো. নয়ন মাস্টারের ছেলে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
আরও পড়ুনওসি আবুল বাশার বলেন, “একটি চাঁদাবাজির ঘটনায় শিশিরের সম্পৃক্ত রয়েছে। জনতা তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। পরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
মন্তব্য করুন