ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

নির্ধারিত সময়ের দেড়ঘন্টা পর ছাড়ছে ট্রেন, ভোগান্তি

নির্ধারিত সময়ের দেড়ঘন্টা পর ছাড়ছে ট্রেন, ভোগান্তি

নিউজ ডেস্ক: কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রতিটি ট্রেনই স্টেশন ছাড়ছে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়।


তবে, প্রতিটি ট্রেনই স্টেশন ছাড়ছে নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা পর। আগামী ১২ ঘণ্টার মধ্যে সব ট্রেন নির্ধারিত সূচিতে চলবে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের।

পূর্ব রেলের ডিটিও আনিসুর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সূচিতে কিছু পরিবর্তন এসেছে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।’’

আরিফুর রহমান নামের এক যাত্রী বলেন, ‘‘ঢাকায় জরুরি কাজ আছে। আদৌ যেতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের খবর পাই। এরপর ভোরে তাড়াহুড়ো করে প্রস্তুতি নিয়ে স্টেশনে আসি। কিন্তু, এসে দেখি, ট্রেন সময়মত ছাড়ছে না।’’

আরও পড়ুন

বুধবার সকাল ৭টায় চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন থেকে ছেড়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন, একই রুটে দ্বিতীয় ট্রেনটি ছেড়ে যায় সকাল ৭টা ৪০ মিনিটে।

এছাড়া, সকাল ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম নতুন রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে চট্টলা এক্সপ্রেস, ৮টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেস।

সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টার পরিবর্তে ছেড়ে গেছে সকাল ৯টায়। শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ পোহালেও ট্রেন চলাচল শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, সোমবার মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনিদির্ষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের রেমিট্যান্স সহজে ব্যাংকিং চ্যানেলে দেশে আনার সুযোগ সৃষ্টি করা হয়েছে : বগুড়ায় ‘মানিলন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তারা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ধর্ম উপদেষ্টার সাথে থাইল্যান্ডের গ্র্যান্ড মুফতির সাক্ষাৎ 

নাসার পথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: টিম ভয়েজার্স

পঞ্চগড় সীমান্ত দিয়ে পুশইন করা ২১ জনকে পরিবারের জিম্মায় ফেরত দিল প্রশাসন

বৈঠকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির