সাজেকে জিপ উল্টে ৮ পর্যটক আহত

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে জিপ গাড়ি উল্টে আট পর্যটক আহত হয়েছেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে সাজেকে যাওয়ার পথে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে ।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনবাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পর্যটকবাহী জিপ (স্থানীয়দের কাছে চাঁদের গাড়ি হিসেবে পরিচিত) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে আটজন আহত হন। স্থানীয়দের সহায়তায় সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন