দিনাজপুরের বোচাগঞ্জে কোল্ড ইনজুরি থেকে বোরো বীজতলা রক্ষায় বেড পলিথিন ব্যবহার বাড়ছে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কৃষকরা বোরো ধানের বীজতলা পরিচর্চা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে এই অঞ্চলে শীত বেশী হওয়ার কারণে ধানের বীজতলা রক্ষার জন্য বেড পলিথিন ব্যবহার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, নভেম্বর মাসের শেষের দিকে আমন ধান কাটা সম্পন্ন হওয়ার পর কৃষকরা বোরো ধান চাষের প্রস্তুুতি নিতে থাকে। এজন্য ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত থাকেন তারা। কিন্তু এই অঞ্চলে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত শীত ও কুয়াশা দুটোই বেশী হওয়ায় অনেকেরই বীজতলা নষ্ট হয়ে যায়।
বীজতলা যেন নষ্ট না হয় সেজন্য তারা স্থানীয় কৃষি অফিসের পরামর্শে কোল্ড ইনজুরি থেকে রক্ষার জন্য বেড পলিথিন পদ্ধতিতে বীজ তলা তৈরী করেন। এই বেড পলিথিন বীজতলা করার কারণে প্রচন্ড শীত কুয়াশায়ও বীজতলার কোন ক্ষতি করতে পারে না।
আরও পড়ুনকৃষি অফিসের পরামর্শে এবার বোচাগঞ্জ উপজেলায় ৪শ’ ৪০ হেক্টর জমিতে বেড পলিথিন ব্যবহার করা হয়েছে। কৃষকরা জানায় বেড পলিথিন ব্যবহার করে বীজতলা তৈরী করার সুফল তারা পাচ্ছেন। গত কয়েক দিনের টানা ঘন কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টির পরও বোরোর বীজতলায় কোন ক্ষতি হয়নি।
বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার নয়ন কুমার সাহা জানান, শীত ও ঘন কুয়াশার কারণে কৃষকদের বেড পলিথিন পদ্ধতি ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলার অধিকাংশ কৃষক বোরোর বীজতলা রক্ষার্থে বেড পলিথিন ব্যবহারে ঝুঁকেছেন। খরচ একটু বেশী হলেও বীজ তলা রক্ষার জন্য এই পদ্ধতি ব্যবহার করে তারা উপকৃত হয়েছেন।
মন্তব্য করুন