ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের তারাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

প্রতীকী ছবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বাঁশ কাটাতে বাধা দিতে গিয়ে ওসমান আলী ( ৬৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজা সামছুল রহমানের (৩৫) বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ইকরচালি ইউনিয়নের দোহাজারি বিরাবাড়ি গ্রামে এঘটনাটি ঘটে।

এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম অভিযুক্ত সামছুল ইসলাম ও তার মা সামছুন্নাহারসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এঘটনায় সামছুল ইসলাম পলাতক থাকলেও তার মা সামছুন্নাহারকে পুলিশ গতকাল শনিবার গ্রেপ্তার করে।

মামলা ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, চাচা ওসমান গনির সাথে দীঘদিন থেকে ভাতিজা সামছুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার সন্ধ্যার পর ভাতিজা সামছুল ইসলাম চাচা ওসমান গনির বাঁশ কাটতে গেলে বাধা প্রদান করেন চাচা ও তার স্ত্রী মনোয়ারা বেগম। এসময় সামছুলসহ তার তিন ভাই এরশাদ, মিজানুর, সাদ্মাদাম ও মা সামছুন্নাহার ওসমান ও তার স্ত্রী মনোয়ারার সাথে কথা কাটাকাটি হতে থাকে।

আরও পড়ুন

এক পর্যায়ে সামছুল ইসলাম হাতে লাঠি নিয়ে তার চাচা ওসমান গনিকে বেধড়ক মারপিট করেন। পরে ওসমানের স্বজনেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম থানায় অভিযুক্ত সামছুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধ হত্যা মামলা  করেন।

অভিযুক্ত সামছুল পলাতক থাকলেও মামলার অপর আসামি সামছুন্নাহারকে পুলিশ গ্রেপ্তার করে। তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

রামুতে বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে মেয়েকে ধর্ষণ মামলায় বাবার আমৃত্যু কারাদণ্ড

৩০ মিনিটেই হামজাদের ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন