ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীস’র পাল্টা সংবাদ সম্মেলন

বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীস’র পাল্টা সংবাদ সম্মেলন, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা জমঈয়তে আললে হাদীসের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও কল্পণাপ্রসূত উল্লেখ করে এবং এর প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বগুড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

উক্ত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেনারেল সেক্রেটারী আবু নছর মুহাম্মদ ইয়াহইয়া। এ সময় তিনি বলেন, বগুড়া জেলা কমিটি গঠনে কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শাইখ ড. মুহাম্মদ রঈসুদ্দীন কে যে দোষারোপ করা হয়েছে উক্ত কাউন্সিলে তিনি ছাড়াও কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের সভাপতি প্রফেসর শাইখ ড. আব্দুল্লাহ ফারুক, সেক্রেটারী জেনারেল ড. শাইখ শহিদুল্লাহ খান মাদানীও উপস্থিত ছিলেন।

মসজিদে মুবারকের ও মাদ্রসার ২ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাৎ এবং সেক্রেটারি কর্তৃক ৪টি এসি নিয়ে যাওয়ার বিষয়টিও মিথ্যা। পুরানো এসিগুলো তিনি সর্বোচ্চ মূল্যে কিনে নিয়েছেন। আর অডিট কমিটির রিপোর্টে আত্মসাতের কোন প্রমাণ নেই। তারা সেক্রেটারির বিরুদ্ধে নারীঘঠিত যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। যার কোনই প্রমাণ নেই।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনকারি মোঃ মাহমুদুর রহমান, ডাঃ মোস্তফা আলম ও মোঃ সাইফুল ইসলাম মাদানী এই তিনজনের একজনও মসজিদে মুবারকের সদস্য নয়, সুতরাং তারা পরিকল্পিত ভাবে মিথ্যাচার করেছে উল্লেখ করে বলা হয়, কেন্দীয় সভাপতি ও সেক্রেটারী জেনারেলের সাথে আলোচনা করে ১৮ জানুয়ারি কাউন্সিল অধিবেশনের তারিখ ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীস এর সিনিয়র সহ সভাপতি বেলাল বিন নয়াব, সাংগঠনিক সম্পাদক একেএম শামছুল আলম, অধ্যক্ষ ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড