ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

এলডিপি-লেবার পার্টির একাংশ সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না

এলডিপি-লেবার পার্টির একাংশ সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না,ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না সাবেক সেনাকর্মকর্তা অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এলডিপি প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে এই বৈঠকে অংশ না নেওয়ার কথা জানিয়েছে লেবার পার্টির একাংশ। এক বার্তায় বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথের রাজনৈতিক দল। বুধবার রাত ৯টা ৫১ মিনিটে একটা এসএমএস পাঠিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে দাওয়াত দেয়াকে আমরা অসম্মানজনক ও অসৌজন্যমূলক আচরণ মনে করি। তাই আজকের বৈঠক বর্জন করার জন্য লেবার পার্টি সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, ঘোষণাপত্র নিয়ে আজকের বৈঠকে লেবার পার্টির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আমন্ত্রণ জানান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ১৫

রাত ১টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

ভুখন্ড নিয়ে যাচ্ছে মনে করে স্থানীয়দের বাধায় পিছু হটলো বিএসএফ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ করতে চায় না: রাজনাথ সিং