ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

নড়াইলে পৌষ মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে পৌষ মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:  নড়াইল উপজেলার বিছালি ইউনিয়নের চাকই মাঠে  তিন দিনব্যাপী চাকই-রুখালী পৌষ মেলার প্রথম দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। 

দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। শীতের পড়ন্ত বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন সকলেই। 

আরও পড়ুন

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, নড়াইল, যশোর, মাগুরাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ৩২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম হয় যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী থেকে আসা রাব্বি ইসলামের ঘোড়া, নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামের আইয়ুব হোসেনের ঘোড়াটি দ্বিতীয়, নড়াইল সদর উপজেলার মির্জাপুরের নিছার আলীর ঘোড়াটি তৃতীয় এবং যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী এলাকার রাসেলের ঘোড়াটি চতুর্থ হয়েছে। যথাক্রমে তাদের দশ হাজার, সাত হাজার, পাঁচ হাজার ও তিন হাজার টাকা উপহার দেওয়া হয়েছে। 

মেলা আয়োজক কমিটির সভাপতি ও বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত বলেন, “ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। এতে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা সম্পর্কে জানতে পারে এবং আরো সুন্দর করে পালন করতে পারে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৪

ডেঙ্গু : আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪

 সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

নারায়ণগঞ্জে বাউল শিল্পী অনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

এক বাড়ির মুরগি অন্য বাড়িতে যাওয়াতে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা