ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকারী যুবক কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকারী যুবক কারাগারে। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি’র হাতে ্আটক যুবক মাহাবুব মোল্লাকে (২৫) আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হয়। মাহবুব মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার আব্দুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চাকপাড়া সীমান্তে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৮২/৭ এস হতে প্রায় ২৫ গজ বাংলাদেশের ভেতর থেকে আটক করে চাকপাড়া বিওপি’র টহল দল। পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) চাকপাড়া বিওপির হাবিলদার আব্দুল আলিম বাদি হয়ে মাহাবুবের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ১৯৭৩ সালের পাসপোর্ট অর্ডারে মামলা করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, বিজিবি মামলা দিয়ে কিছুটা প্রতিবন্ধী মাহাবুবকে পুলিশে সোপর্দ করার পর পিবিআই এর সহায়তায় শুক্রবার দুপুরে তার পরিচয় নিশ্চিত করা হয়। এজন্য রাজশাহী থেকে পিবিআই এর একটি টীম শিবগঞ্জ থানায় এসে নির্বাচন কমিশনের ডাটাবেইজের সাহায্যে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে।

আরও পড়ুন

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) দেলোয়ার হোসেন বলেন,মাহাবুবের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মাহাবুব মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ও আংশিক বাক প্রকিবন্ধী বলে মনে হয়।

সংশ্লিস্ট ৫৯বিজিবি অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ওই যুবককে সীমান্ত থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তদন্তে তার পরিচয় ও উদ্দেশ্য বেরিয়ে আসবে। তবে কেন মাদারীপুরের ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বা বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

তেজগাঁওয়ে ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি কোয়ার্টারের বাড়ছে পানির বিল, জুলাই থেকে কার্যকর

সিরাজগঞ্জে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

চট্টগ্রামে আরও ৩ জনের করোনা শনাক্ত