ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

রংপুরে প্রাইভেটকারে পিস্তল সদৃশ্য বস্তুসহ চার তরুণ-তরুণী আটক

রংপুরে প্রাইভেটকারে পিস্তল সদৃশ্য বস্তুসহ চার তরুণ-তরুণী আটক, প্রতীকী ছবি

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে পিস্তল সাদৃশ্য বস্তুসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর পার্কের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি আসল না নকল তা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন রংপুর নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ ও কলেজ পাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন উর রশিদ মেহেদি ও কাওসার আহমেদ সোলায়মান আলী। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে আটক চারজনের মধ্যে দুই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। দুই তরুণীকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্কের মোড় এলাকায় সোমবার রাতে সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী চালায় তাজহাট থানা পুলিশ। এ সময় তাদের কাছে একটি পিস্তল সাদৃশ্য বস্তু পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য চার তরুণ-তরুণীকে থানায় নিয়ে আসা হয়। তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার বলেন, পিস্তলটি আসল না নকল, তা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আটক চারজনের মধ্যে দুই তরুণীকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং হারুন উর রশিদ মেহেদি ও কাওসার আহমেদ সোলায়মান আলীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানা হয়েছে। পিস্তলটি আসল হলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন

নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব | Daily Karatoa

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার ‘ স্থাপন

শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত মিষ্টি জান্নাতের

বগুড়ায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার