বগুড়ার শেরপুরে মিজানুর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আলোচিত মিজানুর হত্যা মামলার আসামি আব্দুস সামাদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে র্যাব-১২ বগুড়ার সদস্যরা শেরপুর উপজেলার তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ বগুড়ার শেরপুরের ঢেপুয়া এলাকার মৃত আলতাব আলী মন্ডলের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ১৭ আগস্ট মিজানুর রহমান তার লিজকৃত সরকারি জমির ওপর খনন করা পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে ও পূর্বশত্রুতার জেরে আসামিরা কুপিয়ে ও পিটিয়ে তাকে হত্যা করে। পরে নিহতের মা বাদি হয়ে বগুড়ার শেরপুর থানায় ১৭ জন এজাহারনামীয় ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এর ধারাবাহিকতায় র্যাব-১২ বগুড়া গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারে তেতুলিয়া গ্রামে আব্দুস সামাদ তার আত্মীয় নুর আলম পান্নার বাড়িতে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনর্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি বিভিন্ন স্থানে দীর্ঘ দিন থেকে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন