ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

চাঁদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:  চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা পূর্ব বাজারে স’মিলের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম হারুন অর রশিদ ওরফে জুলহাস খান (২৭)।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর বেপরোয়া গতির বোগদাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।

জানা যায়, দুর্ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান জুলহাস। তিনি চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী খান বাড়ির আব্দুল জলিল খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী বাকিলার খলাপাড়া গ্রামের শরীফ হোসেন জানান, বোগদাদ পরিবহনের বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার সময় ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালককে সজোরে ধাক্কা মেরে দ্রুতবেগে পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মোটরসাইকেল চালক জুলহাস খানকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহতের পারিবারিক সূত্র জানায়, হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডে তার বোনের বাড়ি রয়েছে। সেই বোনের জামাই সম্প্রতি মারা যাওয়ায় তার বেকারি ব্যবসা পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন জুলহাস।

প্রতিদিন তিনি নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ পশ্চিম বাজারের দ্য চিটাগাং বেকারিতে যাওয়া-আসা করে ব্যবসা পরিচালনা করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে এবং নিহত যুবকের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম

বরেণ্য অভিনেতা কোটা শ্রীনিবাস রাওয়ের মৃত্যু

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির

দুবাই বিমানবন্দরে গ্রেফতার বিগ বস তারকা আব্দু রোজিক

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

ভারতে গভীর জঙ্গলের গুহা থেকে দুই শিশুকন্যাসহ রুশ নারী উদ্ধার