ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

মহাসড়কে ডাকাতির প্রস্তু‌তিকালে ৬ ডাকাত আটক

মহাসড়কে ডাকাতির প্রস্তু‌তিকালে ৬ ডাকাত আটক

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চা‌লিয়ে ডাকাতির প্রস্তু‌তির নেওয়ার সময়  ৬ জনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। 

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলন ক‌রে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন কালিহাতী সার্কেল এএসপি আব্দুল্লাহ আল ইমরান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদরের চর বনবাড়িয়া এলাকার গহের আলী শেখের ছেলে শামীম শেখ (৩০), টাঙ্গাইলের মির্জাপুরের বেলতৈল উত্তরপাড়া গ্রামের মৃত আমছের আলীর ছেলে আব্দুল লতিফ (৪৭), হাট ফতেপুর এলাকার মৃত একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), ভূঞাপুর উপজেলার উত্তর চরবিহারী এলাকার রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৭), সিরাজকান্দি মাস্টারপাড়া এলাকার মৃত সোরহাব আলীর ছেলে খাদেম আলী (২৮), কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লা হিল কাফি (২০)।

আরও পড়ুন

এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, শ‌নিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর আগে গ্রেপ্তারকৃতরা মহাসড়‌কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ১টি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হ‌য়। তা‌রা বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে দে‌শের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ২

মুজিববাদি সংবিধানকে গত জুলাইয়ে আমরা কবর দিয়েছি : বগুড়ায় জুলাই সমাবেশে জাহিদ আহসান

ফ্যাসিস্ট ও খুনীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না : গোলাম রব্বানী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু