ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

৬৭ বছর বয়সে প্রেমের ফাঁদে পড়ে ৫ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

সংগৃহিত,৬৭ বছর বয়সে প্রেমের ফাঁদে পড়ে ৫ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক : কথায় বলে প্রেম অন্ধ। তাই তো ৭ বছর ধরে প্রেমিককে সামনাসামনি না দেখেই ভালোবেসে গিয়েছিলেন ৬৭ বছর বয়সের প্রেমিকা! সময়ে অসময়ে টাকা দিয়ে সাহায্য করেছেন সেই প্রেমিককে। কিন্তু এভাবে যে ঠকতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই বৃদ্ধা। প্রেমের ফাঁদে পা দিয়ে খোয়ালেন ৫ কোটিরও বেশি টাকা!

হ্যাঁ, মালয়েশিয়ার কুয়লা লামপুরে এই ঘটনা ঘটেছে। প্রতারণার অভিযোগ তুলে এরই মধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা।


জানা গেছে, ২০১৭ সালে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই বৃদ্ধার। ওই যুবক নিজেকে আমেরিকান শিল্পপতি বলে পরিচয় দিয়েছিলেন। যুবকের ছবি দেখে মনে ধরে বৃদ্ধার। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। এরপর বন্ধুত্ব গাঢ় হতেই অনলাইনে ওই বৃদ্ধাকে প্রেম নিবেদন করেন অভিযুক্ত যুবক।

কোনো কিছু না যাচাই করেই প্রস্তাবে হ্যাঁ বলে দেন বৃদ্ধা। অনলাইনের দুজনের সম্পর্ক গভীর হয়। অভিযোগ, তারপরই ধীরে ধীরে টাকা চাওয়া শুরু করেন অভিযুক্ত যুবক। গত ৭ বছরে মোট ৩০৬ বার প্রেমিককে টাকা পাঠান ওই বৃদ্ধা।

আরও পড়ুন


এভাবে প্রেমিককে প্রায় ২২ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত দেন ওই বৃদ্ধা। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৫ কোটি টাকারও বেশি। এই অর্থ জোগাতে কখনো তিনি ব্যাঙ্ক থেকে লোন নেন, কখনো আবার আত্মীয়দের থেকেও ধার করেন।

এভাবেই চলছিল দিনের পর দিন। কিন্তু সম্প্রতি ওই বৃদ্ধা বুঝতে পারেন, তিনি প্রতারিত হচ্ছেন। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রোফাইলে ফেইক ছবি দিয়ে রেখেছিলেন অভিযুক্ত যুবক। বিভিন্ন নামে তার ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। যার এক একটিতে এক এক সময়ে টাকা পাঠিয়েছিলেন বৃদ্ধা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব