ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বিজয় দিবসের কর্মসূচিতে হামলায় বিএনপির চার কর্মী আহত

বগুড়ার ধুনটে বিএনপি ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে বিএনপি ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে বিজয় দিবসের আলোচনা সভায় হামলা চালিয়ে বিএনপির চার কর্মীকে আহত করার অভিযোগে বিএনপি ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরের পর ধুনট থানায় এ মামলা দায়ের করা হয়।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, উপজেলার অলোয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম (৪০), ধেরুয়াহাটি গ্রামের আবু সাইদের ছেলে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া (৫৫), পিরহাটি গ্রামের মোবারক হোসেনের ছেলে মথুরাপুর ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন (৩৪), রওশন আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইম হুদা (২৫)।

এছাড়া এই মামলায় অজ্ঞাত আরো ৫-৭ জন আসামি রয়েছে। মামলা ও দলীয় সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিকেল ৪টায় উপজেলার মথুরাপুর বাজার এলাকায় বিএনপির একাংশের নেতাকর্মীরা আলোচনা সভা করছিলেন।

আরও পড়ুন

এ সময় বিএনপি নেতা রেজাউল করিমের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। তাদের হামলায় উপজেলার ধেরুয়াহাটি আলিমুদ্দিন সরকারের ছেলে আল মাহমুদ (৬০), তার ছেলে জাহিদুল ইসলাম (৩৩), লুৎফর রহমানের ছেলে অন্তর (২৫) ও অলোয়া গ্রামের জফের আলীর ছেলে আব্দুল মজিদ (৩২) আহত হন।

আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আল-মাহমুদের ভাই বিএনপি কর্মী আলামিন সরকার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনৈতিক সম্পর্কের অভিযোগে নারী-পুরুষকে সারারাত গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

ডেঙ্গু : আরও একজনের মৃত্যু , নতুন আক্রান্ত ৩৯১

দুর্গাপূজায় টলিউডে অভিষেক হচ্ছে নওশাবার

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানের

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার টিটন ৫ দিনের রিমান্ডে