মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিলরুবা খাতুন (৪৫) নামের এক নারী মারা গিয়েছেন।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দিলরুবার স্বামী মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদুর রহমানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজ্জাদুর রহমান বারাদী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদুর রহমান স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ছাতিয়ান নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী দিলরুবা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন। তখন মাথা পিষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর স্থানীয়রা সাজ্জাদুর রহমানকে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।
মন্তব্য করুন