বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি অবশেষে আটক

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া নাশকতা মামলার আসামি ফারুক হোসেন (৪০)কে অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ফারুক মোকামতলা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় জাবাড়িপুর গ্রামের আবুল কালামের ছেলে।
গত শুক্রবার সন্ধ্যা ৬টায় পুলিশ তাকে নিজ গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসার প্রস্তুতি নেয়ার সময় গ্রামের কিছু লোক পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেন। ঘটনার আধাঘন্টা পর গ্রামের একটি বাঁশ ঝাড়ের ভিতর থেকে হ্যান্ডকাফ উদ্ধার করেন পুলিশ।
শিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান জানান ফারুককে আটকের পর গ্রামের কিছু লোক পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ সহ পালিয়ে যেতে সহায়তা করেন। এর ৩১ ঘণ্টা পর গতকাল শনিবার দিবাগত রাত ১টায় ওই গ্রাম থেকে তাকে আবারো আটক করা হয়েছে।
আরও পড়ুনতবে যারা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেছেন এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে তিনি জানান।
মন্তব্য করুন