ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দির যমুনাচরে গাইঞ্জা ধানে ব্যস্ত কৃষক, কমছে আবাদ

বগুড়ার সারিয়াকান্দির যমুনাচরে গাইঞ্জা ধানে ব্যস্ত কৃষক, কমছে আবাদ। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির যমুনাচরের কৃষকরা গাইঞ্জা ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। অসময়ে বন্য এবং অন্যান্য ফসলে লাভ বেশি হওয়ায় দিন দিন কমছে এ ধানের আবাদ।
উপজেলার যমুনা এবং বাঙালি নদীতে বন্যার পরপরই পলি মাটি পড়ে।

আর এসব পলিমাটিতে কোন চাষ ছাড়াই কৃষকরা স্থানীয় জাতের আমন ধান চাষ করেন, যা আদিকাল থেকেই গাইঞ্জা ধান নামে পরিচিত। গাইঞ্জা ধানের বিশেষত্ব হচ্ছে, এটি রোপণের পরে কোন সেচের ও রাসায়নিক সার প্রয়োগের প্রয়োজন হয় না। উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এখন কৃষকরা গাইঞ্জা ধান কর্তন, তা পরিবহন করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া এবং বাড়িতে এ ধান মাড়াই করতে ব্যস্ত সময় পার করছেন।

দিন দিন এ উপজেলায় গাইঞ্জা ধানের আবাদ কমতে শুরু করেছে। এবছর গাইঞ্জাধান চাষের জন্য বন্যার পর কোনও বিশালাকার পলি মাটির জমি তৈরি হয়নি। তাছাড়া যখন জমিতে গাইঞ্জা ধান লাগানো হয় ঠিক সেই সময়ে বন্যা হয়। সেই অসময়ের বন্যায় কৃষকদের রোপণ করা ধানের চারাগুলো পানিতে আক্রান্ত হয়ে নষ্ট হয়। তবে যেসব জমির গাইঞ্জা ধান অক্ষত ছিল সেখানে খুবই ভালো ফলন হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের কৃষক রঞ্জু মিয়া বলেন, সদর ইউনিয়নের নিজতিতপরল মৌজায় জেগে ওঠা চরের ১৫ বিঘা জমিতে গাইঞ্জা ধানের আবাদ করেছিলাম। তার মধ্যে ১০ বিঘা জমির গাইঞ্জা ধান অসময়ের বন্যায় নষ্ট হয়। বাকি জমির ধান কর্তন করেছি এবং সেখানে পেঁয়াজ চাষের জন্য জমি প্রস্তুত করছি। বিঘাপ্রতি সাত মণ করে ধান পেয়েছি।

আরও পড়ুন

সারিয়াকান্দি কৃষি অফিসের তথ্য অনুযায়ী গত এক বছর আগেও সারিয়াকান্দিতে গাইঞ্জা ধানের আবাদ হয়েছিল দুই হাজার ৭শ’ হেক্টর জমিতে, যা গত বছর কমে এক হাজার ৮শ’ হেক্টর আর এ বছর ১৪শ’ হেক্টর জমিতে আবাদ হয়। বাজারে প্রতিমণ গাইঞ্জা ধান ১৬শ’ টাকা হিসেবে বিক্রি হচ্ছে। প্রতি বিঘা জমিতে কৃষকরা ৫ থেকে ৭ মণ পর্যন্ত এ ধানের ফলন পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, চরাঞ্চলের কৃষকরা সাধারণত মরিচ, ভুট্টা, মিষ্টিকুমড়াসহ নানা ধরনের অর্থকারী ফসলের দিকে ঝুঁকে পড়েছেন। তাছাড়া এবছর বন্যা কম হওয়ায় গাইঞ্জা চাষের জন্য কাঙ্খিত পলি মাটির জমি হয়নি। তাই গাইঞ্জাধানের আবাদ কম হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার