ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

নওগাঁর মান্দায় ভালাইন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নওগাঁর মান্দায় ভালাইন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় নাশকতার এক মামলায় ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা (৪৬) ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নাশকতার এক মামলায় ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশকে মারপিট করাসহ একাধিক মামলা রয়েছে। ওসি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট