ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন শেরপুরের কৃষক

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন কৃষকরা। এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার চাষ হয়েছে। ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় দিন দিন ভুট্টা চাষ বাড়ছেই। স্বল্প ব্যয়ে দ্বিগুণ লাভের পাশাপাশি বাজারে চাহিদা বেশি থাকায় এই উপজেলার কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার শেরপুরে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার হেক্টর জমিতে। এবার ২৬ হাজার ৬২৫ মেট্রিকটন ভুট্টা উৎপাদন হবে। কিন্তু বাস্তবে এর চাইতে অনেক বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।
উপজেলার করতোয়া নদী তীরবর্তী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্তজুড়ে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। কৃষকদের সাথে কথা বললে তারা জানান, ভুট্টা চাষ তুলনামূলক সহজ ও ফলন বেশি হওয়ায় আমরা ভুট্টা চাষ করি।
আরও পড়ুনশেরুয়া দহপাড়ার কৃষক হবিবর রহামন হবি জানান, প্রতিবছরই ভুট্টা চাষ করি, এবারও ১০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। গত বছর বিঘায় ৪০ থেকে ৪২ মণ ফলন পেয়েছিলাম। ১২৮০ টাকা মণ দরে ভুট্টা বিক্রি করে মোটামুটি ভালোই লাভ হয়েছিল। এবার প্রতিবিঘায় খরচ বেড়েছে ২ হাজার থেকে ২৫শ’ টাকা। যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং রোগ -ালাইয়ের প্রকোপ খুব বেশি না হয়, তাহলে এবারো ভালো ফলন ও লাভ হবে।
উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার বলেন, এ উপজেলার জমির মাটি দুই ধরনের। পশ্চিমাঞ্চলের মাটি আলু ও ধান চাষের উপযোগী। আর পূর্বাঞ্চলের মাটি ভুট্টাসহ সবজি চাষের উপযোগী হওয়ায় কৃষকরাও সেই অনুযায়ীই চাষাবাদ করছেন। এবার সবচেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে।
মন্তব্য করুন