ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে দুই সন্তানের জননী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

বরগুনার আমতলী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী অনশনে বসেছেন। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে প্রেমিক মাসুম বিল্লাহর বাড়িতে অনশন শুরু করেন এই নারী।

প্রেমিক মাসুম বিল্লাহ, যিনি সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে, ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ১০ বছর আগে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন এবং এরপর বাবার বাড়িতে বসবাস শুরু করেন। কিছুদিন আগে, মানিক ঝুড়ি বাজারে ছোট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতে শুরু করেন তিনি। মাসুম বিল্লাহ তার দোকানে আসতেন, এবং এখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগী নারী জানান, ৯ মাস আগে মাসুম বিল্লাহর সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তারা একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি বিয়ের কথা উঠলে মাসুম বিল্লাহ বিয়ের বিষয়টি এড়িয়ে যান এবং নানা অজুহাতে সময় কাটাতে থাকেন।

আরও পড়ুন

নারী বলেন, "যতক্ষণ পর্যন্ত মাসুম বিল্লাহ ও তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না।"

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, তিনি রাতেই এই বিষয়টি জানেন এবং দুপক্ষের মধ্যে সমাধান করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ সেতু নির্মাণ হলে বদলে যাবে এলাকার যোগাযোগ ব্যবস্থা

জয়পুরহাটের ক্ষেতলালে চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

বগুড়ার শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের চার নেতা গ্রেফতার