ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার

নড়াইলে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া হত্যাসহ ৪টি মামলার আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিল্লাল শেখ গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিল।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। এসময় থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার গভীররাতে গাজীপুর মেট্টোপলিটন এলাকা গাছা থানার কুনিয়া তারগাছা থেকে তাকে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল আসামি বিল্লালের বিরুদ্ধে। গত ২৩ নভেম্বর সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে হাতকড়া পরায় পুলিশ। সন্ধ্যার দিকে আসামিকে থানায় নেয়ার পথে নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির সমর্থক ও স্বজনরা। এসময় আসামি বিল্লালের স্বজনসহ শতাধিক লোকজন পুলিশ সদস্যদের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে এ বছরের ২৪ নভেম্বর আরও একটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে দরিদ্র মানুষের দশ টাকার হাসপাতাল, দরিদ্র শিক্ষার্থীদের জন্য পরীক্ষা-নিরীক্ষা ফ্রি

দিনাজপুরের কাহারোলে ৯ হাজার ক্ষতিকর গাছের চারা ধ্বংস

নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার: উপ প্রেস সচিব

রাজনীতি শখের পেশা পয়সা কম: কঙ্গনা

নিরাপত্তা শঙ্কা থাকলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার