ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই, প্রতীকী ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দ গ্রামের একটি আমবাগান থেকে অটোচালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত চালক ভরত চন্দ্র দাস (৫৫) উপজেলার কালুপাড়া পিঠুলীগাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে। এ হত্যাকান্ডে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে নিহত ভরত চন্দ্র অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। পরের দিন মঙ্গলবার ভোরে কায়ছারুল ইসলাম নামে এক ব্যক্তি আমবাগানে তার লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেন।

আরও পড়ুন

পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে অন্য কোন এক জায়গায় হত্যার পর তার লাশ এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

লাশ উদ্ধারের সময় নিহতের গলায় চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার