ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাগরে গভীর নিম্নচাপ, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সাগরে গভীর নিম্নচাপ, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা আজ (শুক্রবার) সকাল ৬টায় একই এলাকায় (১০ দশমিক ৫ ডিগ্রি  উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে আগামী তিন দিন দেশের ৪টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং রোববার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক (শুকনা) থাকতে পারে। একইসঙ্গে আজ ও আগামীকাল সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আর রোববার (১ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

অপরদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না : অর্থ উপদেষ্টা

নানান সমস্যায় জর্জরিত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ, দুই পাচারকারী আটক

মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ আটক তিনজন কারাগারে

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের জানালা ভেঙে চুরি