ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আজ আতিফের সঙ্গে আর্মি স্টেডিয়াম মাতাবেন যেসব শিল্পী

আজ আতিফের সঙ্গে আর্মি স্টেডিয়াম মাতাবেন যেসব শিল্পী

‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই আসর। সেখানে সকল শিল্পীদের মধ্যমণি হবেন পাকিস্তানের আতিফ আসলাম।

তবে শুধু আতিফ আসলামেই চমক থাকছে না। কনসার্টটির মাধ্যমে আজ (শুক্রবার) ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন আতিফের সহশিল্পীসহ বাংলাদেশের বেশ কিছু নামজাদা গায়কেরা।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রাখেন আতিফ আসলাম ও তার দল। এদিন বেলা সাড়ে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।

 আয়োজক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এই কনসার্টের সব টিকিট। টিকিট টুমরো প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে—ম্যাজিকাল জোন ১০ হাজার টাকা, ফ্রন্ট জোন ৪ হাজার ৫০০ টাকা ও সাধারণ ২ হাজার ৫০০ টাকা। 

আরও পড়ুন

আজ রাত ৮টায় মঞ্চে ওঠার কথা রয়েছে আতিফের। বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। দর্শকদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে শুধু আতিফ আসলামই নয়, পাকিস্তানের আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা।
 
সবশেষ গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। বছর না ঘুরতে আবার ঢাকায় গান শোনাবেন তিনি। একই মঞ্চে হান্নান, তাহসান, কাকতাল ও কাশিদার পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ

আমার ওপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল

লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর