ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

দুই মামলায় চার দিনের রিমান্ডে মঈন আব্দুল্লাহ

দুই মামলায় চার দিনের রিমান্ডে মঈন আব্দুল্লাহ

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহকে বরিশালের দুই মামলায় শোন-অ্যারেস্ট দেখিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

আজ রোববার (২৪ নভেম্বর) বিকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুল আমিন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

মঈন আব্দুল্লাহ বাংলাদেশ কৃষক লীগের কার্যকরী পরিষদের সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল হাসানাত আব্দুল্লাহর মেজো ছেলে এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর ভাই।

বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোকমিছিলে হামলা এবং বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক দুটি মামলায় মঈন আব্দুল্লাহকে শোন-অ্যারেস্ট দেখানো হয়েছে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথক পৃথকভাবে ৫ দিন করে রিমান্ড আবেদন জানান। বিচারক দুই মামলায় পৃথক পৃথকভাবে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মঈন আব্দুল্লাহর সঙ্গে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকেও আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন

গত ৪ আগস্ট কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বাদী হয়ে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ২৩ ‍আগস্ট দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি মঈন আব্দুল্লাহ।

 

এদিকে, ১৯ জুলাই বিএনপির শোক র‌্যালিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাদের হত্যাচেষ্টার অভিযোগে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বাদী হয়ে মামলা করেন। ২০ অক্টোবর দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি মঈন আব্দুল্লাহ।

গত ২৩ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রবিবার সকালে তাকে বরিশালে ‍আনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার