বগুড়া সারিয়াকান্দিতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে টিসিবির পণ্য বিক্রির অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে অর্ধ শতাধিক উপকারভোগী বিক্রয়কেন্দ্রে বিক্ষোভ করেছেন একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তেল, ডাল ছাড়া শুধুমাত্র ৫ কেজি করে কিছু চাল বিতরণ করায় উপকারভোগীরা বিক্ষোভ করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার চন্দন বাইশা ইউনিয়নের টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। সেখানে শুধুমাত্র ৫ কেজি করে চাল দেয়া হয়েছে। অভিযোগকারীরা উল্লেখ করেছেন, সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার পণ্য বিতরণ করার খবর কাউকে জানায়নি, না জানিয়েই সবার অজান্তে তিনি কিছু পণ্য বিতরণ করেছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য বিতরণের কথা থাকলেও সেদিন জোহরের নামাজের পর থেকে আছরের নামাজ পর্যন্ত পণ্য বিতরণ করা হয়েছে। এ কারণে ইউনিয়নের দুই শতাধিক উপকারভোগী টিসিবির পণ্য থেকে বঞ্চিত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শতাধিক উপকারভোগী বিক্রয় কেন্দ্রে উপস্থিত হয়ে বিক্ষোভ করেছেন। পণ্য বিতরণের দিন টিসিবির মূল ডিলার এবং তার কোনও প্রতিনিধিও উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন না সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারও।
শুধুমাত্র খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুত্তালেব টিসিবির ৫ কেজি চাল কয়েকজন উপকারভোগীর মধ্যে বিতরণ করেছে। অভিযুক্ত মুত্তালেব মুঠোফোনে বলেন, আমি তো টিসিবির ডিলার না। আমি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। টিসিবির ডিলার অনেকদিন আগে আমার নিকট থেকে চালগুলো ক্রয় করেছেন। চালগুলো নষ্ট হচ্ছে তাই আমি নিজে উপস্থিত থেকে টিসিবির উপকার ভোগীদের মাঝে বিতরণ করেছি।
আরও পড়ুনসংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম না। ট্রেনিং এ এসেছি। ডিলার আমাকে ফোন করেছিলেন। আমি তাকে প্রথমে বিতরণ করতে নিষেধ করেছিলাম। কিন্তু তার তাড়াহুড়োর জন্য, আমি বিতরণের সময় সেখানে আমার প্রতিনিধি প্রেরণ করেছিলাম। আমার প্রতিনিধি বিক্রয় কাজের উদ্বোধন করে বিক্রয় পয়েন্ট থেকে চলে এসেছেন। পরে আমি খবর নিয়েছি সবগুলো চালই সেখানে বিক্রি করা হয়েছে।
চন্দনবাইশা ইউপির চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো বলেন, টিসিবির পণ্য বিতরণ বিষয়ে ডিলার বা তার প্রতিনিধি আমার সাথে কোনও যোগাযোগ করেননি। এমনকি তারা আমার সচিবের সাথেও যোগাযোগ করেননি। তাই এ বিষয়ে আমি কিছুই জানি না, তবে পরে শুনেছি।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিয়নের টিসিবির ডিলার মেসার্স শাহানারা ট্রেডার্স‘র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন