ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার; আটক ১

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার; আটক ১

নিউজ ডেস্ক: মেহেরপুরে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের পূর্বপাড়ায়  যৌথ বাহিনীর অভিযানে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলিসহ সোহাগ হোসেন (৩২) নামে এক অনলাইন জুয়াড়িকে আটক করা হয়েছে।  

সোমবার (১১ নভেম্বর) রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সোহাগ হোসেন একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
 
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিন রিফাতের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সোহাগ হোসেনের বাড়িতে অভিযান চালায়। সোহাগকে আটক করার পর তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি মোবাইল ফোন, নয়টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর পূর্বপাড়া মাঠ থেকে পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

আরও পড়ুন

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোহাগ হোসেনের নামে অনলাইনে জুয়া খেলার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার পিস্তলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী