ভিডিও রবিবার, ২২ জুন ২০২৫

বগুড়ার শেরপুরে মহাশ্মশান থেকে লাশের মাথা চুরির অভিযোগ

বগুড়ার শেরপুরে মহাশ্মশান থেকে লাশের মাথা চুরির অভিযোগ, ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) সংবাদদাতা  : বগুড়ার শেরপুর পৌরশহরের উত্তরবাহিনী মহাশ্মশান থেকে লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে পৌরশহরের উত্তরবাহিনী মহাশ্মশানে। মৃত নারী শহরের উত্তর সাহাপাড়া লক্ষীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার (৫৩)।  এ ঘটনায় শেরপুর থানায় গতকাল শুক্রবার  রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত নারীর ছেলে রঞ্জিত সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে গোলাপী সরকার অসুস্থ হয়ে মারা গেলে তার লাশ মহাশ্মশানে সমাধিস্থ করা হয়। গতকাল শুক্রবার সকালে শ্মশানের কেয়ারটেকার প্রমোদ সরকার গোলাপী সরকারের সমাধিস্থলে সুড়ঙ্গ দেখতে পান। সুরঙ্গ দিয়ে দেখেন লাশের মাথা নেই। পরে পরিবারের লোকজনকে খবর দেন। মুহুর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল্লার নারী-পুরুষ সমাধীস্থল দেখতে ভিড় করে।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সমাধিস্থলের সুড়ঙ্গ কোন শিয়াল কুকুরের সৃষ্টি না কোন দুর্বৃত্তের কাজ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ভবিষ্যতের জন্য জিডি করে রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত জুলাই সনদ তৈরিতে সব দলকেই ছাড় দিতে হবে: আলী রীয়াজ

প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাবেক তিন সিইসির বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ

পোপের সেঞ্চুরিতে ভারতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড

বিএনপি মহাসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪২৯৫০ হাজি