ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

গজারিয়ায় মধ্যবয়সি নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গজারিয়ায় মধ্যবয়সি নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতৈতলা গ্রামে মধ্যবয়সি এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

নিহতের নাম সালেহা বেগম (৫৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাহাটী গ্রামের জামাদুল খয়রাতী প্রথম স্ত্রী বলে জানা গেছে। 

নিহতের মেয়ে আঁখি আক্তার বলেন, তিন বছর আগে আমি এবং আমার স্বামী আকরাম কাজের সন্ধানে গজারিয়া উপজেলায় চলে আসি। আমরা উপজেলার তেতৈতলা গ্রামে মৃত আরব আলী মাস্টারের ছেলে ডা. শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। এখানে আসার কিছুদিন পর খবর পেলাম আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পরিবারে ঝামেলা হতে থাকে এবং আমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত দুই বছর আগে আমার মা এবং দুই ভাইকে আমাদের এখানে নিয়ে আসি। মা বাসায় থাকতো আর দুই ভাই স্থানীয় আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

আরও পড়ুন

মঙ্গলবার রাতে আমার দুই ভাই হাসান এবং বিজয় বাসার বাইরে ছিলেন। বাসায় আমি আমার স্বামী এবং মা ছিলাম। বুধবার সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা স্ট্যান্ডের সাথে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের লোক এবং পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু হবে উৎপাদন

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা