ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দি হাসপাতালে চোখের উন্নত চিকিৎসাসেবা চালু

বগুড়ার সারিয়াকান্দি হাসপাতালে চোখের উন্নত চিকিৎসাসেবা চালু, ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি হাসপাতালে চোখের উন্নত চিকিৎসাসেবা চালু করা হয়েছে। চশমা, ড্রপসসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। সবসময় অনলাইনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞরা।

ভিন্ন জেলা থেকেও রোগীরা আসছেন চিকিৎসা নিতে। চিকিৎসাসেবায় এটি বগুড়া জেলায় প্রথম হয়েছে। গত এক বছরে এই হাসপাতালে ৬ হাজার ৫৫৮ জন রোগী চোখের বিভিন্ন সমস্যাজনিত কারণে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

৫০ শয্যাবিশিষ্ট সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গত বছরের ১৩ আগস্ট চালু করা হয়েছে কমিউনিটি আই সেন্টার। প্রথম থেকেই এখানে রোগীরা চোখের ছানি অপারেশন, দৃষ্টি পরীক্ষা করে চশমা প্রদান, গ্লুকোমা, ডায়াবেটিসজনিত চোখের রোগ, শিশুদের চোখের রোগ, রেটিনার, চোখের আঘাত জনিত সমস্যাসহ চোখের অন্যান্য রোগসমূহের চিকিৎসা ফ্রি-তে প্রদান করা হচ্ছে।

হাসপাতালের একটি কক্ষেই বেশ কয়েকটি অত্যাধুনিক পরীক্ষার মেশিন বসিয়ে করা হয় চোখ পরীক্ষা। এরপর প্রাপ্ত তথ্য অনলাইনে পাঠানো হয় চক্ষু বিশেষজ্ঞদের কাছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ অনলাইনে প্রদান করছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

আরও পড়ুন

তারপর ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং ড্রপ ফ্রি সরবরাহ করা হয়। এছাড়া ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ৪০ থেকে ৬০ বছরের রোগীদের বিনামূল্যে চশমা সরবরাহ করা হয়। হাসপাতালের তথ্য অনুযায়ী প্রতিদিন এ হাসপাতালে ৩৫ থেকে ৪০ জন গরিব রোগী ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন।

গত এক বছরে এখানে ৬ হাজার ৫৫৮ জন রোগী চোখের বিভিন্ন সমস্যাজনিত কারণে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। হাসপাতালের অফথার্লমিক নার্স ফাহিমা খাতুন এবং তৌহিদা ইয়াসমিন রোগীদের বিভিন্ন সমস্যার তথ্য সংগ্রহ করে তা কম্পিউটারে লিপিবদ্ধ করেন এবং তা বিশেষজ্ঞদের কাছে প্রেরণ করেন।

তারা জানান, উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চল থেকে গরিব অসহায় রোগীরা এখানে চিকিৎসাসেবা গ্রহণ করতে আসেন। সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার বলেন, উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চল থেকে আসা রোগীরা হাসপাতালে প্রতিদিন ফ্রি চিকিৎসা পাচ্ছেন এবং ওষুধ ও চশমা ফ্রি পাচ্ছেন। চোখের চিকিৎসাসেবায় এই হাসপাতাল বগুড়া জেলায় প্রথম হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি

আনচেলত্তিকে কোচ ঘোষণা করলো ব্রাজিল; দায়িত্ব লা লিগা শেষে 

বগুড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালন

বগুড়া ধুনটে কৃষকের ক্ষেতের ধান কেটে জমি বেদখলের চেষ্টার অভিযোগ

পাকিস্তান প্রেসিডেন্টের প্রাইভেট পার্টিতে যোগ দিয়ে কত পেয়েছিলেন ঐশ্বরিয়া

পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জন আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড