ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

জাতীয় পতাকার উপর হিন্দুত্বাবাদীদের গেরুয়া পতাকা উত্তোলন; গ্রেপ্তার ২

জাতীয় পতাকার উপর হিন্দুত্বাবাদীদের গেরুয়া পতাকা উত্তোলন; গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উত্তোলিত জাতীয় পতাকার উপর হিন্দুত্বাবাদীদের গেরুয়া পতাকা উত্তোলন করে তারা। 

বুধবার (৩০ অক্টোবর) রাতে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫)। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) সনাতন সম্প্রদায়ের ৮ দফা দাবি আদায়ের চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি দল মিছিল নিয়ে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের শীর্ষে থাকা জাতীয় পতাকার উপর হিন্দুত্বাবাদীদের গেরুয়া পতাকা লাগিয়ে দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জাতীয় পতাকার অবমাননা নিয়ে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ তৎপর হয়ে ঘটনার সাথে জড়িত ২ যুবককে গ্রেপ্তার করে। 

উল্লেখ্য, জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে, বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না। নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিধিমালা লঙ্ঘন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের স্কোয়াডে বগুড়ার ৩ জন

খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদল নেতার দোয়া ও কোরআনে হাফেজদের মাঝে খাবার বিতরণ  

নওগাঁর আত্রাই নদের পানি বিপৎসীমার ওপর, পানিবন্দি ৫০০ পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জে রুপালি পাটকাঠিতে আশার আলো দেখছেন চাষিরা

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত শ্রমিক দলের সাবেক সভাপতি গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত