ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

শেরপুরে প্রাইভেটকার থেকে ১৪০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে প্রাইভেটকার থেকে ১৪০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় প্রাইভেটকার থেকে ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মো. রমজান আলী (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রমজান জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ারপাড় মোড় এলাকার মো. আব্বাস আলীর ছেলে। 

এ ঘটনায় শুক্রবার রাতে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আরও পড়ুন

জানা যায়, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সাসেমুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মো. শফিকুর রহমানের নেতৃত্বে শুক্রবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড় এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি করে ৬টি বস্তায় ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ডের আমদানি নিষিদ্ধ মদের বোতল পাওয়া যায়। তখন প্রাইভেটকার চালক রমজান আলীকে আটক করে ডিবি পুলিশ। একইসঙ্গে মদ ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সালেমুজ্জামান জানান, মাদকমুক্ত শেরপুর গড়তে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৪০ বোতল মদসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা

তিন দফা দাবিতে বুধবার ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা জবি শিক্ষার্থীদের

জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে গেলেন দুই আওয়ামী লীগ নেতা

বগুড়ার ধুনটে ১১০ কোটি টাকার ভুট্টা উৎপাদন, কৃষকের লাভ দ্বিগুনেরও বেশি

রাজশাহীতে রেফারি প্রশিক্ষণ শুরু

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, গ্রেফতার ১