ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরে এলো জার্মানি

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরে এলো জার্মানি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে হেরে চমকে গিয়েছিল জার্মানি। তবে এরপর টানা দুই ম্যাচ জিতে আবারও ট্র্যাকে ফিরে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে ৪-০ গোলের ব্যবধানে তারা হারিয়েছে লুক্সেমবার্গকে। এ জয়ে অধিনায়ক জশুয়া কিমিচ করেছেন দুটি গোল, বাকি দুটি এসেছে দলের সম্মিলিত আধিপত্যে— আর ১০ জন নিয়ে খেলা লুক্সেমবার্গ ছিল পুরোপুরি অসহায়। গত মাসে স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয়ের পর কোচ হুলিয়ান নাগেলসম্যানের ওপর কিছুটা চাপ তৈরি হয়েছিল। জার্মানির হয়ে আগের ২৫ ম্যাচে মাত্র ১৩ জয় পাওয়া কোচের জন্য এই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্ব র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে জার্মানি শুরু থেকেই আধিপত্য বিস্তার করে।

১২তম মিনিটে বামপাশ থেকে নেওয়া ডেভিড রাউমের দারুণ ফ্রি-কিক পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে দিয়ে আসে প্রথম গোল। এরপরই লুক্সেমবার্গের ডিফেন্ডার ডার্ক কার্লসন হাতে বল স্পর্শ করলে রেফারি পেনাল্টি দেন। স্পট কিক থেকে কিমিচ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর পুরো ম্যাচটাই ছিল জার্মানির নিয়ন্ত্রণে। বিরতির আগে নিক ওল্টেমাডে, রাউম, জোনাথন তাহ ও কিমিচ সবাই সুযোগ পেয়েছিলেন, তবে গোল পাননি।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিটে) সের্গে জিনাব্রি করলেন দলের তৃতীয় গোল— করিম আদেয়েমির পাস কেটে নিতে গিয়ে বল প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে, আর সেটি কাজে লাগান জিনাব্রি। ৫০ মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় লুক্সেমবার্গ, আর সেখান থেকে কিমিচ কাছ থেকে ঠাণ্ডা মাথায় জালে পাঠান বল, স্কোরলাইন তখন ৪-০। শেষদিকে ফ্লোরিয়ান ভার্টজ ফ্রি-কিকে পোস্টে আঘাত করেন এবং রিডলে বাকুর চমৎকার পাসেও সুযোগ হারান। পুরো ম্যাচে জার্মানি মোট ২৯টি শট নেয়, যা তাদের পূর্ণ আধিপত্যেরই প্রমাণ।

এই জয়ে জার্মানি ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে উঠে এসেছে গ্রুপ ‘এ’-এর শীর্ষে, আর নাগেলসম্যানও সাময়িক স্বস্তি পেয়েছেন একদম পরিপূর্ণ পারফরম্যান্সে। তবে সমান সংখ্যক পয়েন্ট নর্দান আয়ারল্যান্ড এবং স্লোভাকিয়ার। তবে গোল পার্থক্যে পিছিয়ে পড়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরে এলো জার্মানি

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মাচাদো

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে খুলনা-রংপুর

প্রতিটি মেয়ের স্বপ্নপূরণের পথে রাষ্ট্রকে তার সঙ্গী করব : তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইসিকে সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে : উপদেষ্টা সাখাওয়াত

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩