রংপুরের তারাগঞ্জে মৌমাছির আক্রমণে শিশুসহ শতাধিক পথচারী আহত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মৌমাছির আক্রমণে দু’দিনে শিশুসহ শতাধিক নারী-পুরুষ পথচারী আহত হয়েছেন। আহতদের ৩০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার সয়ার বুড়িরহাট-বেলতলি মেডিকেল রাস্তার মহিষখোঁচা বিল এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বুড়িরহাট-বেলতলি রাস্তায় মেহগনি গাছে থাকা মৌমাছির ঝাঁক পথচারীদের আক্রমনে আহত করে। আহতরা উপজেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রহিমাপুর খান সাহেবপাড়ার শাকিল সরকার(৪২) জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ছেলে নাহিদ(৮) ও মেয়ে নামিয়া জান্নাতকে(৩) নিয়ে বুড়িরহাটি থেকে রহিমাপুর যাওয়ার পথে মহিশখোচা এলাকায় পৌঁছালে এক ঝাঁক মৌমাছি তাকে ও তার ছেলের শরীরের বিভিন্ন স্থানে হুল ফুটে দেয়।
আরও পড়ুনপরে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তাদের। চিকিৎসাধীন হাড়িয়ারকুঠি পাইকপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল মতিন জানান, মহিলাসহ ৬ জন যাত্রী নিয়ে বুড়িরহাট হয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে শত শত মৌমাছি সকলকে আক্রমণ করে। পরে সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. আরিফুল ইসলাম জানান, মৌমাছির আক্রমনে দুইদিনে প্রায় ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট বলেন, গাছ থেকে মৌচাকটি পুড়িয়ে ফেলা হয়েছে।
মন্তব্য করুন