ভিডিও

দেশে না ফিরে কোথায় গেলেন সাকিব!

প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৫, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : হত্যা মামলা হওয়ায় দেশে না ফিরলে কোথায় যাবেন সাকিব আল হাসান। আপাতত দেশে ফেরেননি এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর গত রাতে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও ফিরেননি সাকিব।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সাকিব ধরেছেন লন্ডনের ফ্লাইট। কাউন্টি খেলতে যাবেন ইংল্যান্ডে। ইংলিশ কাউন্টির দল সারের হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। সেখানে খেলতেই এখন ইংল্যান্ড গেলেন এই অলরাউন্ডার।

পাকিস্তান থেকে সতীর্থদের সঙ্গে দুবাই পর্যন্ত ছিলেন সাকিব আল হাসান। দুবাই থেকে সতীর্থরা দেশের বিমান ধরলেও সাকিব ধরেছেন লন্ডনের ফ্লাইট। এদিকে ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা টাইগারদের।আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে ভারত যাবেন টাইগাররা। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS