ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শাজাহানপুরে ইমাম নিয়ে বিরোধের জেরে পারতেখুর মধ্যপাড়া ঈদগাহে ঈদের নামাজ হয়নি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর মধ্যপাড়া ঈদগাহে এবার ঈদের নামাজ হয়নি। বিবদমান দুটি পক্ষ পৃথক স্থানে ঈদের নামাজ পড়েছেন। স্থানীয় ইউপি সদস্য মেরাজুল ইসলাম নান্নু জানিয়েছেন, পারতেখুর মধ্যপাড়া ঈদগাহে প্রায় ৩০ বছর যাবত স্থানীয় মুসল্লীরা ঈদের নামাজ আদায় করে আসছিলেন।

বিগত ৫ বছর আগে সারা দেশের অধিকাংশ এলাকার মানুষ ২৯টি রোজা পালনের পর ঈদের নামাজ পড়েন। কিন্তু পারতেখুর মধ্যপাগা ঈদগাহের ইমাম ডা. মো. আব্দুল মান্নান পীর কেবলা ৩০টি রোজা শেষে ঈদের নামাজ পড়েন। বিষটি সে সময় ব্যাপক আলোচি হয়। এ বছর পাতেখুর মধ্যেপাড়া ঈদগাহ কমিটি সকাল পৌঁনে ৮টায় ঈদের জামাতের ঘোষনা দেয়। কিন্তু ৫ বছর আগের ওই ইস্যুকে সামনে এনে মুসল্লীদের একটি পক্ষ সকাল সাড়ে ৬টায় ঈদের জামাতের ঘোষণা দেয়।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিভ্রান্তির সৃস্টি হয় এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এমতাবস্থায় অপ্রীকর ঘটনা এড়াতে একটি পক্ষ পারতেখুর উত্তরপাড়া নতুন মসজিদে এবং অপর পক্ষ পারতেখুর দক্ষিণ মন্ডল পাড়াস্থ ডা. আব্দুল মান্নান পীর কেবলা সাহেবের খানকায় ঈদের নামাজ আদায় করে। পারতেখুর মধ্যপাড়া ঈদগাহের সেক্রেটারি মোত্তালেব হোসেন জানিয়েছেন, ২৯ রোজা আর ৩০ রোজা নিয়ে ৫ বছর আগে যে ভুল বুঝাবুঝি হয়েছিল তা সে সময়ই মিটমাট করা হয়েছিল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার নিজের নামে সুগন্ধি আনলেন ট্রাম্প

পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি