বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দলে নতুন পাঁচ মুখ

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। তার এক মাস আগেই সেই সফরের জন্য দল ঘোষণা করল ক্রিকেট আয়ারল্যান্ড। আইরিশ দলে রয়েছে নতুন ক্রিকেটারের ছড়াছড়ি।
বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। যেখানে রয়েছে পাঁচজন নতুন মুখ। তার পাশাপাশি ইনজুরি থেকে সেরে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তিন পরিবর্তন আনা হয়েছে আয়ারল্যান্ড দল। অ্যাডায়ার ও লিটল ছাড়াও দলে ডাক পেয়েছেন ব্যাটার টিম টেক্টর। বাদ পড়েছেন নিল ও গ্রাহাম হিউম। টেস্ট স্কোয়াডে আয়ারল্যান্ড ডেকেছে পাঁচ অনভিষিক্ত ক্রিকেটারকে। ওপেনার কেড কারমাইকেল ও স্টিফেন ডোহেনি, অলরাউন্ডার জর্ডান নিল এবং বাঁহাতি পেসার লিয়াম ম্যাককার্থি পেয়েছেন প্রথমবারের মতো ডাক। লেগস্পিনার গ্যাভিন হোয়ি আগেও টেস্ট দলে ডাক পেলেও অভিষেক হয়নি তার।
বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট শুরু ১৯ নভেম্বর। ২৭ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
আরও পড়ুনআয়ারল্যান্ডের টেস্ট দল
অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিস, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
মন্তব্য করুন