ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

চলছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

ছবি : সংগৃহীত,চলছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তা, বয়কট আর শেষ মুহূর্তে প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা।

সকাল থেকেই ভোটে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নির্বাচনী কেন্দ্র। তবে ভোটের ঠিক আগের রাতেও ক্লাব ক্যাটাগরি থেকে আরও একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের আগের রাতে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফায়াজুর রহমান ভুঁইয়া। এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে তাদের নাম থাকছে। শেষ মুহূর্তে আদালতের রায়ে ইফতেখার রহমান মিঠু নতুন করে এই ক্যাটাগরিতে প্রবেশ করায় বর্তমানে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

অন্যদিকে, বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১০টি পদের মধ্যে ইতিমধ্যে ৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি পদগুলোতে চলছে ভোটের লড়াই। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি-৩) থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

আরও পড়ুন

মোট ১৫৬ জন ভোটারের হাতে রয়েছে আগামী চার বছরের জন্য বিসিবি’র পরিচালক নির্বাচনের ভাগ্য। এই ভোটারদের মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর বাকি ৫৮ জন ভোট দিচ্ছেন ই-ব্যালটের মাধ্যমে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে আজ সন্ধ্যায়ই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

ডেঙ্গু : শনাক্ত ৫০ হাজার ছাড়ালো, আরও ৩ জনের মৃত্যু

গ্রী ফরচুন অফার ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

হত্যা মামলায় চার দিনের রিমান্ডে দীপু মনি

অবসর ভেঙে ফিরবেন কিনা জানালেন আমির