ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

পাবনা ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: পাবনা ঈশ্বরদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ড্রাইভার নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার অরনকোলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার সবুজ মিয়া (৩৫) পাবনা সদর উপজেলার টেবুনিয়ার বড়মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, অরনকোলা হারুখালির মাঠ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকে থাকা চালক ও শ্রমিকরা আটকা পড়েন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলামের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত ব্যক্তির মরদেহ বডিব্যাগে করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), একই এলাকার চুকাই গ্রামের মো. শিমুলের ছেলে মো. নাজমুল হক (৩০) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া গ্রামের ওহেদ মিয়ার ছেলে মো. আশরাফুল (৩৫)।

আরও পড়ুন

নিহত ট্রাক ড্রাইভার সবুজের দুই ছেলে এবং এক মেয়ের মধ্যে ছোট ছেলের বয়স মাত্র ৬ মাস। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শাপলা’র পরিবর্তে অন্য প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি ইসির

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলোর রোশনায়, ঢাক-ঢোল‘র বোল আর উৎসবে মাতোয়ারা বগুড়ার সব পূজামণ্ডপ

ক্রমশ বাড়ছে গ্যাস সংকট

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

এনডিআরসিসির মোবাইল ফোন-ইমেইলে দুর্যোগের তথ্য দেওয়ার আহ্বান