ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে: ফয়েজ আহমদ তৈয়্যব, ছবি: সংগৃহীত।

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের অধীনেই থাকবে। তবে এবার রিসেলার সুবিধা চালু করা হবে এবং এজন্য এপিআই ডেভেলপ করার কাজ চলছে।’তিনি বলেন, ‘এতদিনে দেশে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজারই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, যেগুলো ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ধরনের ডোমেইনের আওতায় আছে। অর্থাৎ বেসরকারি খাতে ডোমেইন ব্যবহারের সাফল্য এখনো শূন্যের কাছাকাছি।’

আরও পড়ুন

ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সরকারের সময়ে বিদেশ ভ্রমণ হবে না, এমন হাস্যকর কারণ দেখিয়ে এই খাতের অগ্রগতি আটকে রাখা হয়েছিলো। এতে ডোমেইন নেইম, হোস্টিংয়ের কারণে বিদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা গিয়েছে, যা আংশিকভাবে হলেও বন্ধ করা প্রয়োজন।’ তিনি জানান, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে ডট জিওভি ডোমেইন উন্মুক্ত করা হবে। একইভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু ডট বিডি চালুর বিষয়েও পদক্ষেপ নেয়া যেতে পারে। পাশাপাশি ডটকম ডটবিডি রিসেলার সুবিধাও উন্মুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর রেকর্ড ভেঙে হ্যারি কেইনের ইতিহাস

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে মৎস্যজীবীর মৃত্যু

ঢাবির জগন্নাথ হলে আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

হবিগঞ্জ বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় জিরা, চকলেট, বিস্কুট এবং যানবাহনসহ গ্রেফতার ৫

দুর্গাপূজায় দেশজুড়ে ২৮৫৭ মণ্ডপে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারত-শ্রীলঙ্কার সুপার ওভার থ্রিলার