ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, অন্তত ১০০ মৃত্যুর আশঙ্কা

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, অন্তত ১০০ মৃত্যুর আশঙ্কা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি স্বর্ণখনিতে ধস নেমেছে। এতে ওই খনির ভেতর অবস্থানকারীদের শ্রমিকদের মধ্যে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।প্রত্যক্ষ্যদর্শী এবং সেই খনি থেকে বেঁচে ফিরে আসা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে গত বৃহস্পতিবার ধস নামে। সে সময় খনিটির ভিতরে শত শত শ্রমিক কাজ করছিলেন।ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে শুক্রবার মোবাইল ফোনে বলেন, “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে।”

আরও পড়ুন

ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি রয়টার্সকে বলেছেন, “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।এ ব্যাপারে আরো তথ্য জানতে জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানিয়েছেন, খনিটিতে শ্রমিদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে মৎস্যজীবীর মৃত্যু

ঢাবির জগন্নাথ হলে আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

হবিগঞ্জ বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় জিরা, চকলেট, বিস্কুট এবং যানবাহনসহ গ্রেফতার ৫

দুর্গাপূজায় দেশজুড়ে ২৮৫৭ মণ্ডপে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারত-শ্রীলঙ্কার সুপার ওভার থ্রিলার 

নিজ বাড়িত আত্মহত্যা করলেন ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা