ঢাবির টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি প্রত্যক্ষ করেন অনেকে।
জানা গেছে, এ সময় শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা সাধারণ মানুষও শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপের সঙ্গে যুক্ত হন। শিক্ষার্থীদের স্লোগান ও প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে কার্যক্রম চলতে থাকে।
আরও পড়ুনশিক্ষার্থীরা জানান, ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর আখতার হোসেনকে গতকাল (২২ সেপ্টেম্বর) আওয়ামী লীগ কর্মীরা প্রকাশ্যে ডিম নিক্ষেপ করে। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই আজকের এই কর্মসূচি।
এ সময় শিক্ষার্থীরা ", "ভারতীয় আধিপত্য চাই না", "সন্ত্রাসীদের বিচার চাই"—এমন নানা স্লোগান দেন। তাদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপের মধ্য দিয়ে তারা ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন। টিএসসির সামনে ভিড় করা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন শিক্ষার্থী হাতে ডিম নিয়ে প্রতিকৃতির দিকে এগিয়ে যায় এবং মুহূর্তেই ডিম নিক্ষেপ করতে শুরু করে। পরবর্তীতে আরও অনেকে এতে যুক্ত হন।
মন্তব্য করুন