ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হবে আজ (শুক্রবার)। এরপর কোনো বিরতি ছাড়াই আগামীকাল (শনিবার) থেকে শেষ চারের লড়াই শুরু হবে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘বি’ গ্রুপ থেকে কোন ‍দুটি দল পরবর্তী রাউন্ডে খেলবে তা জানতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যেখানে হেরে বিদায় নিয়েছে আফগানরা।

 

আফগানদের বিদায়ের পাশাপাশি ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে। এর আগেরদিনই নিশ্চিত হয়ে যায় ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা দল। সেখানে অবশ্য খুব একটা লড়াই জমেনি। ভারতের পর শেষ চারে ওঠা পাকিস্তান যদিও কিছুটা ভুগেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

সুপার ফোরে পর পর ভারত পাকিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশের। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে পেস বোলিং কোট শন টেইট বলেন, ‘পরিস্থিতি যেটা আছে আমাদের সেটাই মনে নিতে হবে। সূচিটাই এমন। আমরা অনুশীলন করব এবং পরের দিন খেলব। আধুনিক ক্রিকেটে আমাদের কাছে রিকোভারি, ডাটা, স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচও আছে। আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না। এটাই আন্তর্জাতিক ক্রিকেট, এটাই সূচি। আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাব এবং আশা করি ভালো ক্রিকেট খেলব।’

আরও পড়ুন

 

হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের পেস বোলিং কোচ অতীত ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে মনোযোগ দিতে চান, ‘এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেয়ার সুযোগ থাকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেফতার

গাজা দখলে ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ওষুধ জব্দ