বগুড়ার সোনাতলায় দুইটি চোরাই গরু উদ্ধার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় গতকাল সোমবার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে বালুয়া ইউনিয়নে কুশারঘোপ এলাকা থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করেছে।
জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে ও আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য মিনহাজুল ইসলাম (৪৮) এর বাড়িতে সাদা-কালো রঙের দুইটি বিদেশী গাভী উদ্ধার করেছে।
আরও পড়ুনএবিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন, মিনহাজুল একজন আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সোনাতলা থানাসহ বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।
মন্তব্য করুন