ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

লাদাখে ‘সেনা’ হয়ে ধরা দিলেন সালমান খান!

লাদাখে ‘সেনা’ হয়ে ধরা দিলেন সালমান খান!

বলিউডে আসন্ন নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’–এর শুটিং নিয়ে ব্যস্ত সুপারস্টার সালমান খান। সিনেমায় তার চরিত্রের নাম কর্নেল বি. সন্তোষ বাবু। উত্তর ভারতের লাদাখে চলছে সিনেমার শুটিং; আর সেখান থেকেই সালমানকে দেখা গেল সামরিক পোশাকে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল। নতুন এই লুক দেখে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।

মূলত সালমানের একটি ফ্যানপেজ থেকে এ ছবিগুলো শেয়ার করা হয়েছে। যেখানে সালমানকে স্থানীয় মানুষ ও সেনা সদস্যদের সঙ্গে দেখা গেছে। এর মধ্যে সামরিক পোশাকে তার উপস্থিতি ভক্তদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়েছে।

এর আগে সালমান নিজেও ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে ক্ল্যাপারবোর্ডে ঢাকা তার মুখের আংশিক অংশে দেখা যাচ্ছিল রক্তমাখা দাগ। সাথে ক্যাপশনে ছিলো শুধু একটি হ্যাশট্যাগ, ‘#BattleOfGalwan’।

এদিকে ইন্ডিয়া টুডে–র প্রতিবেদনে জানানো হয়েছে, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ শুটিং শিডিউলের জন্য প্রস্তুতি নিচ্ছেন সালমান। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে লেহ ও লাদাখে হবে ছবির ক্লাইম্যাক্স অংশের শুটিং।

আরও পড়ুন

উল্লেখ্য, গত জুলাইয়ে মুক্তি পাওয়া ফার্স্ট লুক টিজারেই নজর কাড়েন সালমান। সেখানে তাকে যুদ্ধক্লান্ত, রুক্ষ চেহারা। দেখা যায় রক্তের দাগ, চোখে দৃঢ় সংকল্প। আর দর্শকেরা সেই লুকে খুঁজে পেয়েছিলেন দেশপ্রেম ও বীরত্বের আবহ। জানা গেছে, কর্নেলের চরিত্র ফুটিয়ে তুলতে সালমানকে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিতে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামি বইমেলা শুরু শনিবার

জাকসুর ফল প্রকাশে শিবির-সমর্থিত প্যানেলের আলটিমেটাম

জয়পুুরহাটের ধরঞ্জীতে মোটরসাইকেলের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জান্নাতুল ফেরদৌস মৌমিতার, পাবনার বাড়িতে শোকের মাতম

রংপুরে নারীর মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার 

কুড়িগ্রামে দুধকুমার নদে ডুবে বৃদ্ধা নিখোঁজ